বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ স্পর্শকাতর দেশ বিবেচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, দেশের এক-তৃতীয়াংশ মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মূলত সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কারণেই এ ঝুঁকি বিবেচনা করা হচ্ছে।

আইএমএফ বুধবার প্রকাশিত এক অর্থনৈতিক মূল্যায়নে জানিয়েছে, কয়েকটি সূচকে দেখা গেছে ১৯৯৮-২০১৭ সাল মেয়াদে (গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স) চরম আবহাওয়াজনিত ঘটনায় আক্রান্ত শীর্ষ দশ দেশের একটি বাংলাদেশ। এই ধরনের ঘটনায় আক্রান্ত হওয়ার কারণে ১৯৯০-২০০৮ মেয়াদে সম্ভাব্য বার্ষিক ক্ষতির পরিমাণ জিডিপির ১ দশমিক ৮ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উপকূলে ভাঙনের কারণে ২০৫০ সাল নাগাদ জমির পরিমাণ ১৭ শতাংশ ও খাদ্য উৎপাদন ৩০ শতাংশ কমে যেতে পারে বলে জানানো হয়েছে ওই মূল্যায়নে।

আইএমএফ বলছে, পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অন্যতম সক্রিয় দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন ইতিবাচক ভূমিকার কথা বললেও বেশ কিছু ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।