মজিবুর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা;  করোনা ইস্যুতে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে প্রচুর পণ্য মজুদ থাকলেও কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লুটছে।

এ অবস্থায় নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জেলার  ভূল্লী বাজারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত জেলা প্রশাসক রাজম্ব আমিনুল ইসলামের নেতৃত্বে আজ বুধবার দুপুর ২টায় এই অভিযান পরিচালিত হয়।

শুরুতেই ভ্রাম্যমাণ আদালত ভূল্লী বাজারের চালের দোকান ও মাছ পট্টিতে অভিযান চালিয়ে ১ কেজি ওজনের লোহার পাথর ৯০০ গ্রাম, ৫০০ গ্রামের পাথর ৪৭০গ্রামে মাছ বিক্রির প্রমাণ পায়।

এ সময় সেখান থেকে ৩ জন মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে পিয়াজপট্টিরতে ভূল্লীর দুটি আড়ৎতে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এছাড়া পিয়াজপট্টির ব্যবসায়ীদের অতি মুনাফা না করার জন্য হুঁশিয়ার করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজম্ব আমিনুল ইসলাম।

আমাদের বাণী ডট কম/২৫ মার্চ ২০২০/টসিসি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।