মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে শনিবার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় নতুন আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, নতুন তিনজন রোগীর মধ্যে হরিপুরের দুজন (একজন পুরুষ ও একজন নারী) ও বালিয়াডাঙ্গীতে একজন (পুরুষ)। এনিয়ে জেলায় মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

এই জেলা থেকে রংপুর ও দিনাজপুরে এ পর্যন্ত ৬৩৩ জনের নমুনা পাঠানো হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৩ মে ২০২০) তথ্য অনুযায়ী,  করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৩৬৮টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৪৫৫ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও দুজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬৩।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।