ঠাকুরগাঁওয়ে ট্রাক সহ এলএসডি গোডাউনের ৭০০ বস্তা চাল চুরির অভিযোগ উঠেছে।  রোববার ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলা ভুল্লি বাজার সংলগ্ন আল হাজ মনসুর আলী ফিলিং স্টেশন নামে একটি প্রেট্রোল পাম্প থেকে চালসহ ট্রাক চুরির ঘটনা ঘটে। ২৩ জুন রোববার সন্ধ্যায় এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ করেন সুমন হাস্কিং মিল ও চালের মালিক বিশিষ্ট ব্যাবসায়ি মিজানুর রহমান। মিজানুর রহমান ভুল্লি এলাকার কচুবাড়ি গ্রামের খবিবর রহমানের ছেলে।

মিজানুর রহমান জানান, ২১ জুন শুক্রবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য গুদাম থেকে ৩০ কেজি ওজনের ৭০০ বস্তা প্রায় ১৬ মেট্রিকটন চাল ট্রাকে লোড করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। চাল লোড শেষে আনলোডের উদ্দেশ্যে রাতে ট্রাকটি ঠাকুরগাঁও সদর উপজেলা ভুল্লি খাদ্য গুদামে নিয়ে যাওয়া হয়। সেখানে জায়গা সংকুলান না হওয়ায় কারণে পাশের আল হাজ মনসুর আলী ফিলিং স্টেশনে ঢাকা মেট্রো ট- ২০৭৩০৪ নাম্বারের ট্রাকটি রাখা হয়। ২২ জুন শনিবার দুপুরে ভুল্লি খাদ্য গুদামের নৈশ্য প্রহরী ফারুকের মিলাদ ও দোয়া মাহফিলের কারণে সেদিন গুদামে চাল আনলোড হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৩ জুন রবিবার সকালে নির্ধারন করা হয়। কিন্তু রবিবার ভোররাতে আনুমানিক ৪টার সময় প্রেট্রোল পাম্প থেকে চালসহ ট্রাকটি কে বা কারা চুরি করে নিয়ে যায়। ২৩ জুন রবিবার সকালে ট্রাকের হেলপার আজগর আলী ও চালক রেজাউল করিম এসে দেখে পাম্পে ট্রাকটি নেই। পাম্পের লোকদের জিজ্ঞাসা করা হলে তারা এবিষয়ে কিছু জানে না বলে
জানান।

পরে চাল ও ট্রাকের মালিক মিজানুর রহমানকে খবর দিলে তিনি পাম্পে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ট্রাকের হেলপার আজগর আলী ও চালক রেজাউল করিমকে
জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

এবিষয়ে সদর থানার অপারেশন কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, এবিষয়ে ২৩ জুন রোববার রাতে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে সিসি ক্যামারার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে কয়েক জনকে সন্দেহ করা হচ্ছে। চালসহ ট্রাকটি উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। আশাকরা যায় খুব শিঘ্রই ট্রাকটি উদ্ধার করা সম্ভব হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।