ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সহযোগিতায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সালন্দর  মোজাতি পাড়া গ্রামে  সু-শৃঙ্খলভাবে বৃদ্ধ, বৃদ্ধা, নারী, পুরুষ  সহ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র  বিতরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যা ৮ টায়  শীত বস্ত্র  বিতরণের উদ্বোধন করেন – ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন , এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবর রহমান শেখ , ও  ১২ নং সালন্দর  ইউনিয়নের  ৭ নং  ওয়ার্ডের  আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক  ফজর আলী । এতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন । এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন,  সাংবাদিক মজিবর রহমান শেখ , ও ১২ নং সালন্দর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজর আলী প্রমুখ।
উল্লেখ্য যে, ঘরির কাটা তখন সকাল ৯ টা বেজে ২৫ মিনিট । কনকনে শীতে শীতবস্ত্র নেওয়ার জন্য বসে বসে অপেক্ষা করছে প্রতিবন্ধী সাবিনা সেই সাথে অপেক্ষা করছে কেরামত আলী,  সহ অনেকেই।
শীত বস্ত্র হাতে পাওয়ার পর যেনো আনন্দের সুর্য ঠিকই উদয় হলো শীতার্দদের মনে। তারই বহি:প্রকাশ দেখা গেলো শীতার্তদের মুখের এক চিলতে হাসির ঝলকে।
শীতবস্ত্র হাতে পেয়ে চোখের কোণে আনন্দ অশ্রু নিয়ে অনূভূতির কথা জানালেন বৃদ্ধা আন্ধারী ও কেরামত আলী বললেন, আমরা গরীব মানুষ। ঠিক মতো খেতেও পাইনা। এই তীব্র শীতে কিভাবে শীতবস্ত্র কিনবো? আমাদের কথা ভেবে যারা আজকে আমাদের এতবড় উপকার করলেন বিনামূল্যে শীতবস্ত্র দিয়ে তাদেরকে জানাই ধন্যবাদ। আমরা অনেক আনন্দিত। তাদের এই উপকার আমরা মনে রাখবো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।