ঢাকায় বসবাসরত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাবাসীর সংগঠন ঢাকাস্থ বালিয়াডাঙ্গী উপজেলা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটি (২০২০-২০২২) ঘোষণা করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি হয়েছেন প্রকৌশলী মোঃ ফজলুর রহমান । এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে ইসলামী ব্যাংক এর প্রিন্সিপাল অফিসার মোঃ মোজহারুল ইসলাম মেহেদী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ঢাকা জজ কোর্টের আইনজীবী মোঃ ফয়সাল কবির সৌরভকে নির্বাচিত করা হয়।

গত বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিস্থ জেনিয়েল চাইনিজ রেস্টুরেন্টে সাধারণ সভায় সংগঠনটির উপদেষ্টা সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় এর সাবেক অতিঃ সচিব ডাঃ মোঃ সিরাজদউলা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার হিসেবে আরও ছিলেন ঢাকাস্থ বালিয়াডাঙ্গী উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা সদস্য মিডিয়া ব্যাক্তিত্ব সাইদুর রহমান সাইদ ও ক্যাপ্টেন আফাজুল ইসলাম।কমিটিতে আরও যারা রয়েছেন, সিনিয়র সহসভাপতি পদে মুক্তি ইসলাম, মোঃ কামরুল হক শাহিন, সিনিয়র সহকারী সচিব মোঃ আলমগির হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান আলী । যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট রকিব হাসান, এডভোকেট কামরুল হাসান, সহসাধারণ সম্পাদক হিসেবে এ এস পি হুমায়ূন কবির,

সহসাংগঠনিক সম্পাদক হিসেবে মীর মাহমুদুর রহমান সোহেল, অর্থ সম্পাদক পদে ইস্টার্ন ব্যাংকের এ ভি পি মোঃ আব্দুস সবুর রানা, দপ্তর সম্পাদক হিসেবে খালেকুজ্জামান সুমন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল আজিজ, ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ আল আমিন রানা, সমাজ কল্যাণ সম্পাদক পদে ইসলামী ব্যাংক অফিসার মোঃ আব্দুল আজিজ,  তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ মোজাফফর হোসেন, প্রচার সম্পাদক পদে মোঃ সাজিদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক লেখিকা নাজমুন নাহার খুকু,সাংস্কৃতিক সম্পাদক পদে মৌসুমি মৌ, প্রকাশনা সম্পাদক পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ডিজাইনার মাহফুজার রহমান শিমুল ।

এছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন নির্বাহী সদস্য পদে মোঃ আব্দুস সামাদ, খাদেমুল ইসলাম রোমান, মোঃ মাজেদুল হক, মোঃ জাহাঙ্গীর আলম সাজু, সহকারী কমিশনার(ভূমি) মোঃ তরিকুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গোলাম আদম, অগ্রণী ব্যাংক কর্মকর্তা শফিউল আলম সুমন, নুরে লিংকন সুমি ও মোঃ শফিকুল ইসলাম।প্রসঙ্গত, এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।