পরীক্ষায় অসদুপায়সহ বিভিন্ন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত সাত কলেজের ৪২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে একজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সিন্ডিকেটের ওই সভায় উপস্থিত এক সদস্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের এ সভা অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেটের এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোন ধরণের ‘কারচুপি’র প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।