মোঃ সাকিব খান, তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা; জেলার  তজুমদ্দিনের মধ্যআড়ালিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ইব্রাহীমের বিরুদ্ধে জমি দখলের উদ্দেশ্যে কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলার লিখিত অভিযোগ পাওয়া গেছে।

থানায় দেয়া অভিযোগে মোঃ জসিমউদ্দিন পিতা মৃত আবু মিয়া জানান, আড়ালিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্বপাশে জমির মালিক জসিম গংরা। মাওঃ ইব্রাহীম মাদ্রাসার নতুন কক্ষ বড় করার জন্য জমি ছেড়ে দিতে চাপ সৃস্টি করেন। মাদ্রাসা প্রতিষ্ঠার সময় জসিম গংরা কিছু জমি দিলেও বাকী জমি দিতে রাজি হয়নি। ওই জমিতে তারা বাগান বাড়ী তৈরী করেন। মাদ্রাসা সংলগ্ন জমিটি জোড়পুর্বক দখলে নেওয়ার উদ্দেশ্যেই অধ্যক্ষের নির্দেশে তার লোকেরা রাতের আধাঁরে কয়েকটি রেইনট্রি গাছ কেটে ফেলেন। জসিম আরো জানান, ইতিপূর্বে রাতের আধাঁরে ওই জমি থেকে অধ্যক্ষ ৩টি বড় রেইনট্রি গাছ কেটে নিলে স্থানীয় মিমাংসার মাধ্যমে ক্ষতিপুরণ দিতে বাধ্য হন।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানাগেছে, ৩ মার্চ শুক্রবার দিবাগত রাতে মাদ্রাসা সংলগ্ন বাগান থেকে ছোট সাইজের ৮টি গাছ কেটে ফেরা হয়েছে। তবে কে বা কাহারা কেটেছে তা কেউ দেখেন নি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মাওঃ ইব্রাহীম বলেন, আমার উপর চাপ সৃস্টি করার জন্যই এধরনের অভিযোগ তুলছে।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।