রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা; ভাটির জনপদ হাওর অঞ্চলের রাজধানী হিসেবে পরিচিত তাহিরপুর উপজেলার অর্ধশত গ্রাম শুক্রবার থেকে অতিবৃষ্টির ফলে উজান থেকে ঢলের পানি নেমে আসায় উপজেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গ্রামগঞ্জের মানুষজন ঘৃহবন্ধী হয়ে পড়েছেন।

ঘৃহবন্ধী হয়ে যাওয়া মানুষজন বন্যার পানির কবলে পরে নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্র কিনে আনতে পারছেন না বাজার থেকে। বন্যার কবলে পড়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেকেই। নিজ ঘড়ের বিতরে পানি প্রবেশ করায় শয়ন-কাটে টিন দিয়ে চুলা তৈরী করে রান্নার কাজ করছেন।তাদের মধ্যে আবার কারো লাখড়ির অভাব দেখা দিয়েছে।

নিম্নাঞ্চলের রাস্থা গুলো তলিয়ে যাওয়ায় ছোট নৌকা দিয়ে পাড়াপাড় হতে হচ্ছে,উপজেলার কয়েকশত গ্রামের মানুষ। দুর্ভোগ নিয়ে বাজারে আসা-যাওয়া করতে হচ্ছে। বন্যার পানির কবলে তলিয়ে ক্ষতির সম্মুকিন হয়েছে উপজেলার,বালিজুরি ইউনিয়নের দক্ষিণকুল,আনোয়ারপুর,পাতারি,তের জালাল,লোহাচুরা,বড়খলা,মাহতাবপুর।বাদাঘাট ইউনিয়নের,ঘাগড়া,ঘাগটিয়া,পাঠানপাড়া,গড়কাটি।উত্তর বড়দল ইউনিয়নের রজলীলাইন,রাজাই,শান্তিপুর,চানপুর।দক্ষিন বড়দল ইউনিয়নের পুরান খালাশ,সাদেরখলা,চতুর্ভুজ,কাউকান্দি,জামলাবাজ।তাহিরপুর সদর ইউনিয়নের জামালগড়,চিকসা,গোবিন্দশ্রী,গাজীপুর,টাকাটুকিয়া।দক্ষিন শ্রীপুর ইউনিয়নের

মারালা,নোয়ানগড়,রাজধরপুর,পৌন্ডব,নোয়াগাঁও,সন্তেষপুর,ইকরামপুর,শ্রীপুর,সাহাগঞ্জ,উমেদপুর,পাঠাবুকা,লামাগাও,দুমাল,ভবানীপুর,শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী,দুদের আউটা,ইন্দ্রপুর,মন্দিয়াতা সহ উপজেলার প্রায় ৫০ টি গ্রামের মানুষজন হুমকির মুখে বসবাসরত রয়েছেন।এদিকে উপজেলার নিম্নাঞ্চলের বাজার গুলোতে পানির প্রবেশ করেছে, কাউকান্দি বাজার,বালিয়াঘাট বাজার,শ্রীপুর বাজার,আনন্দ বাজার সহ কয়েকটি বাজারে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ জানান,বন্যার্তদের মাঝে ত্রান পৌঁচে দেয়া হয়েছে।ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান-সামগ্রী দেয়া অব্যাহত থাকবে।

আমাদের বাণী ডট কম/২৯ জুন ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।