টানা সাতদিনের প্রবল বর্ষনের কারনে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারনে বান্দরবানের থানচি উপজেলার নতুন পাড়া নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে।

প্লাবিত হওয়া পরিবার থানচি সরকারি উচ্চ বিদ্যালয়, থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নির্মাণাধীন সরকারি কর্মচারীদের ডরমেটরিতে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেয়া পরিবারদের জন্য শুকনো খাবার বিতরণ করা হচ্ছে উপজেলা পরিষদের পক্ষ থেকে।

এদিকে উপজেলার বলিপাড়া ইউনিয়নের বাগান পাড়া নিম্মাঞ্চল প্লাবিত হওয়ায় থানচির সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সাঙ্গু নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় থানচি উপজেলার সাথে রেমাক্রী ইউনিয়ন ও তিন্দু ইউনিয়নের সাথে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।