বান্দরবানের থানছি আওয়ামীলীগের সন্মেলন হতে যাচ্ছে।  এ নিয়ে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা গেছে।  সন্মেলনে শীর্ষ দু পদে কেউ প্রার্থিতা ঘোষনা করে নি। এর পর ও থেমে নেই আলোচনা।সভাপতি হিসেবে বর্তমান সভাপতি মংথোয়াই ম্যা রনি,সাবেক সভাপতি বাশৈচিং মার্মা,সাবেক সাধারন সম্পাদক মংবোওয়াচিং মার্মা, সাধারন সম্পাদক থোয়াই হ্লা মং মার্মা কে নিয়ে আলোচনা চলছে।

এদিকে সাধারন সম্পাদক হিসেবে উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমন ভট্টাচার্য্য,যুগ্ম সাধারন সম্পাদক অলসেন ত্রিপুরা,সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মুশৈথুই মার্মার নাম তৃনমূল নেতা কর্মীদের আলোচনায় স্হান করে নিয়েছে।

এ দিকে রাজনৈতিক বিশ্লেষক দের মতে মংথোয়াই ম্যা রনি দু বার সভাপতির দায়িত্ব পালনের সাথে জেলা কমিটি তে রয়েছে।বাশৈচিং মার্মা জেলা কমিটির সদস্য।থোয়াই হ্লা মং মার্মা সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। একটি অসমর্থিত সূত্র মতে দলীয় উপজেলা চেয়ারম্যানদের শীর্ষ পদে না রাখার সম্ভবনা বেশি।

এ ক্ষেত্রে সাবেক সাধারন সম্পাদক মংবোয়াচিং মার্মা সুবিধা জনক অবস্থায় রয়েছেন। অন্য দিকে সাংগঠনিক ভাবে দক্ষ তুখোড় বক্তা সুমন ভট্টাচার্য্য সাধারন সম্পাদকের আলোচনার টেবিলে শীর্ষ রয়েছেন।তবে ঘনিষ্ট সূত্র গুলোর মতে সুমন ভট্টাচার্য্য বাংলাদেশ সনাতনী কল্যাণ সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদকের দায়িত্ব থাকায় এ উপজেলায় সক্রিয় রাজনীতি করবেন না।এ ক্ষেত্রে অলসেন ত্রিপুরা সাধারন সম্পাদক হিসেবে আলোচিত হচ্ছে।

এ দিকে সন্মেলন প্রস্তুতি কমিটি তে স্বপন বিশ্বাস কে আহবায়ক ও উবামং মার্মা কে সদস্য সচিব নির্বাচিত করায় শীর্ষ পদ পাওয়ার ক্ষেত্র রয়েছে কি না এসব বিষয় উঠে আসছে।
এ দিকে মংথোয়াই ম্যা রনি পুনঃ রায় সভাপতি অলসেন ত্রিপুরা সাধারন সম্পাদকের দৌড়ে এগিয়ে রয়েছেন।তবে কাউন্সিলর দের ভোটে অথবা জেলার সিদ্ধান্ত সবদিক থেকে গুরুত্ব পাবে।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।