ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা; জেলার নবীনগর উপজেলায় গত ১০ দিন ধরে করোনার নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যাচ্ছে না। গত ৮ জুন থেকে ১৭ জুন পর্যন্ত রিপোর্ট না পাওয়ায় করোনা পরীক্ষার নমুনা দিতে আসা মানুষের মাঝে হতাশা বিরাজ করছে।

জানা গেছে, করোনার নমুনা পরীক্ষার ফলাফলে গত ৭ জুন পর্যন্ত উপজেলায় ১১ শতাধিক নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৯৫ জনের শরীরে করোনার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ এসেছে। যা গোটা জেলায় আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ।

এ বিষয়ে করোনায় আক্রান্ত শহরের দলিল লেখক আবুল বাশার বৃহস্পতিবার সকালে বলেন, ‘আমার করোনা পজিটিভ আসার পর গত ১২ ও ১৪ জুন দু’বার ফের নমুনা দিলাম। কিন্তু কোন ফলাফল পাচ্ছি না। ইতিমধ্যে আমার ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরও আমি এখন কি করব বুঝতে পারছি না।’

একই অভিযোগ করে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস বুধবার রাতে বলেন, ‘আমার স্ত্রী, পুত্র, কন্যাসহ আমার পরিবারে ৪ জন করোনায় আক্রান্ত। কিন্তু প্রায় ১০ দিন ধরে দ্বিতীয় নমুনার পরীক্ষা না পাওয়া যাওয়ায়, বিষয়টি সিভিল সার্জনকে অবগত করেও কোন সুরাহা পাচ্ছি না।’

এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হাবিবুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। তবে প্রতিদিনই আমরা ওপর মহলে যোগাযোগ করছি। আশা করছি, কাল পরশু পেয়ে যাবো।’

এ বিষয়ে সিভিল সার্জন ডা. একরাম উল্লাহর সঙ্গে বার বার যোগাযোগ করেও কথা বলা যায়নি।

এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭   জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪  হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮   হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।

আমাদের বাণী ডট কম/১৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।