ডেস্ক রিপোর্ট, ঢাকা; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ভারতের দিল্লীতে হিন্দুত্ববাদী মোদী সরকারের সাম্প্রদায়িক বিভাজনের সিএএ, এনআরসি ও এনপিআর এর বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর বিজেপি’র সন্ত্রাসী হামলায় প্রায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ও পাঁচশতাধিক মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২০) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে এই উদ্বেগ করেন দলটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।

বিবৃতে বাংলাদেশের বাম আন্দোলনের অন্যতম প্রধান এই নেতা বলেন, এই উপমহাদেশে শাসক রাজনৈতিক দলসমূহ অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছে, যার পরিণতিতে সাম্প্রদায়িক হানাহানির ঘটনা ঘটে অসংখ্য মানুষের প্রাণ বলি হয়েছে এবং এখনও হচ্ছে।

বিবৃতিতে খালেকুজ্জামান ভারতের দিল্লীর সহিংস ঘটনার প্রভাব যেন বাংলাদেশে না পড়ে এবং আমাদের দীর্ঘ ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে তার জন্য সকল বাম-প্রগতিশীল দেশপ্রেমিক গণতন্ত্রমনা-অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

আমাদের বাণী ডট কম/২৭ ফেব্রুয়ারি ২০২০/এনবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।