নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই ভাইরাসে একদিনে নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪৩ জন।

আজ শুক্রবার (১৯ জুন ২০২০) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। সে হিসেবে দেশে প্রতি ৭৬ জনে মৃত্যু হচ্ছে একজন করোনা আক্রান্তের।

দেশে শুক্রবার (১৯ জুন) পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২  লাখ ৫ হাজার ৫৩৫ জনের। আর মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৩৮৮ জন। সে হিসেবে মোট আক্রান্তকে মৃত্যু সংখ্যা দিয়ে ভাগ করলে দাঁড়ায় প্রতি ৭৬ জনে একজনের প্রাণহানি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৭৯১। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮৬ লাখ ২ হাজার ২০ জন।

আমাদের বাণী ডট কম/১৯   জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।