ডেস্ক রিপোর্ট, ঢাকা; করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকে পড়া আরও ১৫৩ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরেছেন।

আজ বুধবার (০৮ জুলাই ২০২০) ভোর পৌনে ৫টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, দুবাই থেকে ফেরা এ যাত্রীদের প্রত্যেকেই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। এ কারণে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।

করোনা পরিস্থিতিতে এর আগে চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ফ্রান্সে বিশেষ ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সবশেষ গতকাল মঙ্গলবার (৭ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন ১৬২ বাংলাদেশি।

আমাদের বাণী ডট কম/০৮  জুলাই  ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।