দেশে শিক্ষার হার বেড়ে দাড়িয়েছে ৭৩ শতাংশ বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি, ২০২০) সন্ধ্যায়  সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে  জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক ২ কোটি তিন লাখ বৃত্তি ও উপবৃত্তি দেয়া হচ্ছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে। ২০০৯ থেকে এখন পর্যন্ত শিক্ষাখাতে অনেক পরিবর্তন এসেছে।

আমরা একটা লক্ষ্য নিয়ে এগুচ্ছি জানিয়ে প্রধানমন্ত্রী  বলেন,  আমাদের একটা লক্ষ্য যা শুধুমাত্র জনগণের জীবনমানের উন্নয়ন। পোড়া মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু উন্নয়নের যাত্রা শুরু করেছিলেন। অথচ ৭৫ পরবর্তী সরকারগুলো দেশকে ফের পেছনের দিকে নিয়ে যায়। আমরা সেই অনগ্রসর গতিপথ কে অগ্রসরের দিকে ধাবিত করেছে।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসময় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।