ঢাকা জেলার দোহার উপজেলা সমিতির উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ’সহ নিবন্ধন অধিদপ্তরে কর্মকর্তাগণ নৌবিহারে আসেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর মেঘনা নদীতে।

শনিবার এমভি সুন্দরবন-১০ যোগে বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক বীর মুক্তিযোদ্ধা খান মো. আবদুল মান্নানের নেতৃত্বে প্রায় দেড় হাজার সদস্য এ ঢাকার সদরঘাট থেকে রওয়ানা হয়ে দুপুরে মোহনপুর লঞ্চঘাটে আসে পৌছান।
এ সময় মোহনপুর ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ সামছুল হক চৌধুরী বাবুল অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দোহার উপজেলা সমিতির সভাপতি ড. একেএম আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এডভোকেট রমজান আলী সিকদার, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান পাখি, সহ-সভাপতি আবদুল গফুর চোকদার, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, উপজেলা আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, চাঁদপুর জেলা রেজিস্টার মো. সেলিম মোল্লা, মতলব উত্তর (মোহনপুর) সাব-রেজিস্টার মনিরুল হাসান, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপাদার, উপজেলা যুবলীগের সদস্য রিপন, মিঠুন বেপারী’সহ আরও অনেকে।

দোহার উপজেলা নৌবিহারের সদস্যগণ মোহনপুর লঞ্চঘাটে নেমে দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়, নদীর পাড় পরিদর্শন করেন।
বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক বীর মুক্তিযোদ্ধা খান মো. আবদুল মান্নান বলেন, মেঘনা নদীর মোহনপুর নামক স্থান পর্যটকদের মন কেড়ে নেয়। ভ্রমন পিপাসুরা বছরে একটি দিন আনন্দ উপভোগ করার জন্য নৌ বিহারে আসে। মোহনপুর না আসলে মন ভরে না, তাই মোহনপুরে ছুটে আসা। এ অঞ্চলের মানুষের আতিথেয়তায় মুগ্ধ আমি ও এ নৌবিহারের প্রতিটি সদস্য।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।