জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের হাতে টাকা দ্বিগুণ করার প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামি হলো মোঃ বকুল মোল্লা (৩৭)। সে ঝিনাইদহ সদরের বিত্তি বাগডাঙ্গা গ্রামের মৃত আলী কদর মোল্লার ছেলে। সোমবার (১৪ই সেপ্টেম্বর) ঝিনাইদহ পৌরশহরের আজাদ রেস্ট হাউসে অভিযান পরিচালনা করে তাকে আটক করে ডিবি পুলিশ।

ডিবি জানায়, একটি প্রতারক চক্র টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে চক্রটিকে ধরতে অভিযানে নামে ডিবি পুলিশ। সোমবার ঝিনাইদহ পৌরশহরের আজাদ রেস্ট হাউস থেকে ঐ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২টি কালচে রঙের কাচের টুকরা, ৩টি ছোট শিশি যার ২টি তে সাদা রঙের তরল পদার্থ ও ১টিতে অর্ধেক পরিমাণ খয়েরি রঙের তরল পদার্থ, ১টি কাটার, ৪টি পাঁচশত টাকার নোট যাহার ৩টিতে খয়েরি রং মাখানো ১টিতে হালকা খয়েরি রং মাখানো, দুই টুকরা ধূসর রং মাখানো পাঁচশত টাকা নোট সাইজের কাগজ এবং দুই পাতা সাদা কাগজ উদ্ধার করা হয়।

আমাদের বাণী ডট কম/১৬ সেপ্টেম্বর ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।