বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এম,এ কালাম সরকারি কলেজ অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ফেষ্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছে কলেজ ছাত্রলীগের একাংশের নেতৃবৃন্দ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রলীগ সহ নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাব নামে একটি ফেইসবুক আই ডি থেকে সাবেক ছাত্র নেতা সাংবাদিক শামীম ইকবাল চৌধুরী। তবে এ নিয়ে কোন প্রতিক্রিয়া নেই স্হানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মধ্য।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মুঠো ফোনে জানান, গত পনের নভেম্বর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিমের সাথে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল আলম মুমুর সাথে সংঘর্ষ হয়।এ ঘটনায় আওয়ামীলীগের নেতৃবৃন্দ একটি তদন্ত কমিটি কলেজে সরজমিন পরিদর্শনে আসে।এ সময় জরাজীর্ণ পোষ্টার ব্যানার গুলো নেতৃবৃন্দ দেখতে পেয়ে এ গুলো নামিয়ে ফেলতে বলে।সে অনুযায়ী ঐ গুলো নামিয়ে একটি জায়গায় রেখে দেওয়া হয়।

তিনিআরো বলেন ইতিমধ্যে অনুষ্ঠিত পরীক্ষার সময় কোন ছাত্র কে নকলের সুযোগ না দেওয়াই একটি পক্ষ চরম ক্ষিপ্ত হয়। হয়তো এদের মধ্যে কেউ এ গুলো পুড়িয়ে দিতে পারে।

এ বিষয়ে মুঠো ফোনে নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমরান কলেজ অধ্যক্ষের বক্তব্য কে সমর্থন করে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট গুলো হুবাহু তুলে ধরা হল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।