আশরাফুল আলম জালাল, নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা; জেলার  নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াছমীন করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধির উপর (২৪মে) শনিবার উপজেলা সদর সহ বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনা মোতাবেক নান্দাইল বাজার, আচারগাঁও, জামতলা ও শাইলধরা বাজারে ভ্রাম্যমাণ আদালতে খাদ্য ও ভোক্তা অধিকার আইনে সরকারি নির্দেশ অমান্য করে বিপণী দোকান খোলা রাখার দায়ে বিভিন্ন ব্যাবসায়ী ও কয়েকজন ক্রেতাকে ভিন্ন ভিন্ন অর্থ দন্ড প্রদান করেন। অত্র ভ্রাম্যমাণ আদালতে মোট ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া হাট-বাজারে উপস্থিত সকলকে নিয়মিত মাস্ক ও হ্যান্ডগ্লাভস ব্যাবহার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার আহব্বান জানান। তিনি আরও বলেন, এখনও সময় আছে যার যার বাড়িতে অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা প্রতিরুধে এগিয়ে আসুন।

এসময় নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রফিক সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আমাদের বাণী ডট কম/২৪ মে ২০২০/ডিডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।