জীবনমান এবং সমাজ, গোষ্ঠী ও পরিবারে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১৫ ধাপ কমেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন দ্য উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ইনডেক্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির ইন্সটিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি এবং নরওয়ের পিস রিসার্চ ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে তৈরি করা ২০১৯ সালের সূচকে ১৬৭টি দেশের মধ্যে ১৪২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সংস্থা দুইটির ২০১৭ সালের তৈরি করা সূচকে ১৫০টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৭তম অবস্থানে ছিল।

বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীর উন্নতি হয়েছে বলে উল্লেখ করে এতে বলা হয় দেশটিতে নারীদের অবস্থানের সবটাই নিন্মমুখী ও হতাশাজনক নয়।

গবেষণায় বলা হয়, বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজে লিঙ্গ বৈষম্য এবং আইনি জটিলতার কারনে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

সূচকের তালিকায় প্রথম স্থানে রয়েছে নরওয়ে এবং সর্ব নিন্মে রয়েছে যুদ্ধ পীড়িত ইয়েমেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।