নিষ্ঠুর করোনা ত্রাস
সাবরিনা শফিক লিমা

আর কতো প্রাণ কেড়ে নিলে তবে থামবে হে,মহামারী।
এতোটাই শ্রুতিমধুর নাকি
মানুষের আহাজারি।
একটু একটু করে যখন
মৃত্যু এগিয়ে আসে।
একটা মানুষ কতো অসহায়
কেউ নেই যার পাশে।
কেউ নেই তাকে ভরসা দেবার
একলা একটা ঘরে।
নিজের লড়াই একা লড়ে যায়
কেবলই মনের জোরে।
বুকের ব্যথায় ছটফট করে
মুখে ফুটেনা কথা।
একমুঠো শ্বাস নেওয়ার জন্য
শুরু হয় অস্থিরতা।
তখনো নিজেকে দিতে থাকে সে
বেঁচে থাকার আশ্বাস।
মৃত্যু যখনি কাছে এসে তাকে
করে ফেলে পুরো গ্রাস।
লড়ে যায় তার যেটুকু শক্তি
সবটুকু করে ক্ষয়।
প্রানপন লড়ে মৃত্যুকে তবু
করতে পারেনা জয়।
লড়াই শেষে ক্ষয়িত দেহটা
নিথর হয়ে পড়ে।
চিরনিদ্রায় চলে যায় আর
আঁখিপাতা নাহি নড়ে।
শেষ দেখাটাও দেখেনা তো কেউ
লাশ যে ফিরেনা বাড়ি।
নিষ্ঠুরতায় সবার শীর্ষে
‘করোনা’ মহামারী।

কবিঃ সাবরিনা শফিক লিমা, সহকারী শিক্ষক, কলাজুরা আপ্তাবমিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বড়লেখা, মৌলভীবাজার। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।