ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ সনাতনী কল্যাণ সংঘ।

গণমাধ্যমে পাঠানো সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, এমন ঘটনায় চিহ্নিত দের কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হউক।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনের সভাপতি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জীর শ্যালক কানাই লাল ঘোষ, সাধারণ সম্পাদক সুমন ভট্টাচার্য্য, সহ সভাপতি সপ্তেন বিশ্বাস, জিএম নরেশ দাস, অরুন কান্তি ভট্টাচার্য্য, সুজিত চ্যাটার্জী, উপ প্রচার সম্পাদক রাজ পুলক আচার্য্য, সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল (শনিবার) সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। এ সময় মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের উপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চাঁর তলায় যান। সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।