নব্বইয়ের গণঅভ্যুত্থানের শহীদ নূর হোসেনকে ‘ইয়াবাখোর’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। রোববার বনানীতে মহানগর উত্তর শাখার উদ্যোগে ‘গণতন্ত্র দিবস’ উপলক্ষে আয়োজিত দলীয় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাঙ্গা বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ কাকে হত্যা করলেন। নূর হোসেনকে? নূর হোসেন কে? একটা অ্যাডিকটেড ছেলে। একটা ইয়াবাখোর, ফেন্সিডিলখোর। নূর হোসেনকে নিয়ে গণতান্ত্রিক দুই দল আওয়ামী লীগ ও বিএনপি নাচানাচি করে। বিভিন্ন পত্রপত্রিকায় দেখবেন নূর হোসেন দিবস। সেই নূর হোসেন চত্বর এরশাদ করে দিয়েছেন।’

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও বিএনপির গণতন্ত্রটা হলো এমন, যারা অতি ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, যারা ক্যাসিনোর ব্যবসা করে, তারাই হলো গণতন্ত্রের সোনার সন্তান। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এরশাদ। যদি বিশ্বজিৎ, আবরারকে হত্যা করা না হতো তাহলে আমরা বলতাম গণতন্ত্র আছে

রাঙ্গা বলেন, একজন সরকারি কলেজের অধ্যক্ষকে পুকুরে নিক্ষেপ করে দেওয়া হলো। গণতন্ত্রের সোনার ছেলেরা, ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পুকুরে ফেলে দিয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।