আল মাসুদ, পঞ্চগড় জেলা সংবাদদাতা;  জেলায় নতুন করে ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবা কর্মীসহ আরও ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। জেলায় করোনায় ২ জনের মৃত্যু হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

  • গতকাল সোমবার (০৮ জুন ২০২০) রাতে পঞ্চগড় সিভিল সার্জন ডা.ফজলুর রহমান নতুন করে ৪ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। নতুন করে আক্রান্তরা হলেন, পঞ্চগড় সদর উপজেলায় ২ জন। এর মধ্যে স্থানীয় একজন ব্যাংক কর্মকর্তা ও অপরজন সমাজসেবা অধিদপ্তরের কর্মী। অপরদিকে ঢাকা ফেরত আটোয়ারী উপজেলার ২ জনসহ মোট ৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করলে সোমবার (০৮ জুন) রাতে তাদের নমুনার রিপোর্ট পজিটিভ আসে। শনাক্তের পরপরই তাদের সবার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৮  জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৯৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৩৫ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে। নতুন করে সুস্থ্য হয়েছে ৬৫৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৪৫৬০ জন। ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ১৩ হাজার ৯৬১টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৯৪৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৪০৪ জন। শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।’ ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫৭ জন। মোট সুস্থ হয়েছে ১৪ হাজার ৫০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪২ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৯৩০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।