পটুয়াখালী সংবাদদতাতা; জেলায়  করোনার উপসর্গ নিয়ে মো. জাফর (৬০)  ও মমতাজ বেগম (৫৮) নামে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায়  গত ১ জুন থেকে এ পর্যন্ত ১৩ জন করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে বেশির ভাগই হচ্ছেন পটুয়াখালীর সদর ও বাউফল উপজেলার।

আজ মঙ্গলবার (১৬ জুন ২০২০)  জেলার আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তাদের মৃত্যু হয়।

  • মো. জাফর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নন্দকানাই এলাকার এবং মমতাজ বেগম শহরের টাউন জৈনকাঠী এলাকার বাসিন্দা ছিলেন। উভয়ই জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর মারা যান।

পটুয়াখালীর আড়াইশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ কামরুজ্জামান জানান, মো. জাফর রোববার এবং মমতাজ বেগম সোমবার রাতে হাসপাতালে ভর্তি হন এবং শ্বাসকষ্ট বেড়ে দুইজনে মঙ্গলবার ভোরে পৃথক পৃথক সময় মারা যান। দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং কভিড-১৯ নিয়মানুযায়ী তাদের দাফন করা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৬  জুন ২০২০) তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ৮৬২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৮৬২ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।