রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজ পিছিয়ে পড়াদের পাঠশালা নামে খ্যাত। অথচ এবার এই প্রতিষ্ঠান থেকে ১৪ শিক্ষার্থী মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে। তাদের মধ্যে জাতীয় মেধা তালিকায় ৩য় স্থান অধিকার করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুইটি সাদেক।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা এব্যাপারে অনুভুতি প্রকাশ করতে গিয়ে  বলেন, আমাদের আন্তরিকতাপূর্ণ শিক্ষার কারণেই এরকম একটি ভালো ফল হয়েছে। শিক্ষার্থীদের আমরা ভর্তির পর থেকেই সেভাবেই প্রস্তুত করি যাতে তারা যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করতে পারে। এটা আমাদের ধারবাহিক প্রক্রিয়া। সামনে আরও ভালো ফল করার চেষ্টা চালিয়ে যাবো। আশাকরি সফলতা আসবে। তিনি সামসুল হক খান স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে সুইটি সাদেকসহ চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

চান্সপ্রাপ্তদের তালিকা
১। সুইটি সাদেক, ঢাকা মেডিকেল কলেজ ২। সাবিহা বিন্তে আনোয়ার, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ৩। মাকসুদা আক্তার তানিয়া, খুলনা মেডিকেল কলেজ ৪। সাদিয়া মাহবুব রুমি, রংপুর মেডিকেল কলেজ ৫। সায়মা সুলতানা অনন্যা, রংপুর মেডিকেল কলেজ ৬। উম্মে খাদিজাতুল কোবরা, রংপুর মেডিকেল কলেজ ৭। জিন্নাত জাহান, গাজীপুর মেডিকেল কলেজ ৮। নূরজাহান আক্তর নূরী,টাঙ্গাইল মেডিকেল কলেজ ৯। মোহসিনা রহমান নিজু, টাঙ্গাইল মেডিকেল কলেজ ১০। জান্নাত আরা টিনা,গোপালগঞ্জ মেডিকেল কলেজ ১১। মানসুরা আক্তার পলি, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ১২। জান্নাতুল ফেরদৌসী মিলি, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ১৩। সাবরিনা সিদ্দিকা জেরিন, চাঁদপুর মেডিকেল কলেজ ১৪। আনমুনা হাবীব বাবলী, মাগুরা মেডিকেল কলেজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।