সাতক্ষীরার প্রখ্যাত চিত্রশিল্পী ঈষিকা কমার্শিয়াল আর্ট-এর স্বত্বাধিকারী এম এ জলিল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তার নামাজে জানাজা মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিত্রশিল্পী এম এ জলিল মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে তার পেটের নাড়িতে অপারেশন করা হয়েছিল। সোমবার বিকালে পুনরায় অসুস্থ হলে তাকে সাতক্ষীরা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাত দশটার দিকে আবারও তার অপারেশন করা হয়। চিকিৎসকরা তার অপারেশন ভাল হয়েছে বলে জানিয়েছিলেন। কিন্তু রাতে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

তার মৃত্যুতে সাতক্ষীরার শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।