সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, শুদ্ধ জাতীয় সঙ্গীত ও সংস্কৃতি চর্চার লক্ষ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র দেয়া হবে। নিয়োগ দেয়া হবে একজন করে প্রশিক্ষকও। পাশাপাশি ইসলামী সঙ্গীত শিক্ষার জন্য মাদরাসার প্রধানরাও বাদ্যযন্ত্র নিতে পারবেন। গ্রামবাংলার হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য ফিরিয়ে আনতেও পদক্ষেপ নেয়া হচ্ছে।

সোমবার মুক্তাগাছা উপজেলা পরিষদের শহীদ হজরত আলী অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ইউএনও সুবর্ণা সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হাই আকন্দ, ভাইস চেয়ারম্যান আরব আলী, মুর্শিদা আক্তার কাকলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব উল আহসান, ওসি মোহাম্মদ আলী মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন প্রমুখ। এ সময় উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।