বর্তমান সরকারের গত দুই মেয়াদ থেকে এ পর্যন্ত সাত লাখ ২৮ হাজার ৪৬ জনকে সরকারি চাকরি দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সংসদের পঞ্চম অধিবেশনে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সরকারি অফিসে শূন্যপদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ এবং এর অধীন সংস্থাসমূহের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১০-১২ গ্রেডের (দ্বিতীয় শেণি) শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হয়। ১৩-২০ গ্রেডের (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) পদে নিজ নিজ মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দফতর/সংস্থান জনবল নিয়োগ করে থাকে। শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে ইতোমধ্যে সকল মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।