কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রাসেলের ওপর দা নিয়ে হামলাকারী একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন বাবলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসীরা।

শনিবার (০১ জুন) দুপুরে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার ও মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক প্রমুখ। সমাবেশে বক্তারা গ্রেফতারকৃত মাদকাসক্ত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পেশাগত দ্বন্দ্বের জের ধরে গত ২৫ মে দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে কাজ করার সময় আকস্মিকভাবে প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রাসেলের উপর দা নিয়ে হামলা চালিয়ে মাথায় এবং হাতে এলোপাথাড়ি কোপ মারে ইমরান হোসেন বাবলা। এতে ওই প্রধান শিক্ষকের মাথায় আঘাত লাগে এবং ডান হাতের ৩টি আঙ্গুল কেটে নিচে পড়ে যায়। এ সময় চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে প্রধান শিক্ষককে উদ্ধারের পাশাপাশি হামলাকারী ইমরান হোসেন বাবলাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।