সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে মাস্টার প্ল্যান প্রণয়নে পরিপত্র জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, উল্লেখিত বিষয়ে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে বিদ্যালয় ভবন নির্মাণ, ওয়ার্কশপ নির্মাণ এবং নলকূপ স্থাপনের ক্ষেত্রে বিদ্যালয়ের ভূমি যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে না মর্মে পরিলক্ষিত হচ্ছে।

কোন কোন ক্ষেত্রে বিদ্যালয় ভবনের সামনে ওয়ার্কশপ নিমার্ণ করা হচ্ছে। এছাড়াও বিদ্যালয়ের খেলার মাঠ নষ্ট করে ভবন নির্মাণ করা হচ্ছে, যা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য অনুকূল নয়। এ সকল সমস্যা নিরসন করার লক্ষো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিদ্যালয়ের মাস্টারপ্ল্যান প্রণয়নের জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে উক্ত কমিটিকে মাস্টার প্ল্যান প্রণয়ন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।