কর্মস্থলে উপস্থিত না থাকায় খুলনার ডুমুরিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৯ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বুধবার এ নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম।

সূত্র জানায়, বুধবার উপজেলা নির্বাহী অফিসার আকস্মিক পরিদর্শনে গেলে ওই ২৯ শিক্ষককে কর্মস্থলে অনুপস্থিত পান। সে প্রেক্ষিতেই তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তিনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করা হয়েছে। ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২৯ শিক্ষককে অনুপস্থিত পাওয়া গেছে। সরকারি চাকরি বিধিমালায় সরকারি কর্মচারি নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ-১৯৮২ মতে প্রত্যেক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকসহ সরকারি কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকা বাধ্যতামূলক। পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের অনুস্থিত পাওয়ায় তাদেরকে শোকজ করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য যথাযথভাবে কারণ দর্শানোর নোটিশে এসব শিক্ষকদের বলা হয়েছে।

কর্মস্থলে অনুপস্থিত ২৯ শিক্ষকের মধ্যে রয়েছেন- উপজেলা সদর ডুমুরিয়া ডিগ্রি কলেজের ৯ জন, চুকনগর বালিকা বিদ্যালয়ে ৩ জন, দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে ১০ জন, সাহস-নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন, নোয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ও চুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ জন শিক্ষক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।