পড়ুক গিয়ে ধিক্কার
মোঃ জসিম উদ্দীন

আমি ধিক্কার জানাই ওই সমাজ ব্যবস্থার আজ
হাজারো ধিক্কার জানাই ওই কথিত সমাজপতির,
আমি ধিক্কার জানাই আজ ওই অন্ধ রাষ্ট্র ব্যবস্থার
অজস্র ধিক্কার জানাই ওই পাষাণ্ডে ভরা রাষ্ট্রপতির!

আমি ধিক্কার জানাই আজ ওই কুসংস্কারবাদীদের
ধিক্কার জানাই ওই জাতি-বিদ্বেষ ছড়ানোদের গায়,
ধিক্কার জানাই ঐ ‘জাত’ নামক শব্দটিকেই বলি
আমার ধিক্কার পড়ুক গিয়ে ওই মৌলবাদীদের গাঁয়!

কথিত শাস্ত্রের গায়ে পড়ুক গিয়ে আমার এ- ধিক্কার
পড়ুক ব্যক্তিস্বার্থে ফতোয়াবাজির ওই গায়,
পড়ুক মূল্যবোধ, মনুষ্যত্ববোধহীনের পানে ধিক্কার
ধিক্কারের জাহাজ যেন ওই পাষাণীদের গাঁয়ে যায়!

জন্ম হবে না বলি ‘মানুষ’ ওই সমাজ-রাষ্ট্রে কখনো
জন্ম হবে জাতের অজস্র ‘জাতি’ বিদ্বেষ ছড়াতে,
‘মানুষ’ যেখানে ‘গৌণ’ জাতি ধর্মের প্রাধান্য
আছে নানা অলিক কল্পকাহিনী মন গড়াতে!

আমি থাকব না এই ‘কথিত’ সভ্যের সমাজে
আমি সেই বর্বরতার যুগেই ফিরে যেতে চাই
যেখানে পড়ে না কেউ সভ্যের ‘খোলস’ গায়
চন্দ্র-সূর্য্য-গ্রহ-তারা ভেদ করে নিঃসঙ্গে চলে যাই।

আমাদের বাণী-আ.আ.হ/মৃধা

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।