শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী ভারতের উড়িষ্যায় আঘাত হানার পর সেখান থেকে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে স্কাইমেট ওয়েদারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, ঝড়টি দেশটির উত্তর-উত্তরপূর্ব দিকে অতিক্রম করা শুরু করেছে। এটি আগামী ছয় ঘণ্টার মধ্যেই দুর্বল হয়ে পড়বে বলে ভারতীয় আবহাওয়া অফিসের খবরে বলা হয়েছে।

কেন্দ্রপাড়া জেলার রাজনগর এলাকায় ঊষা বৈদ্য নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধা সকালে সাড়ে ৮টায় দেবেন্দ্রনারায়ণপুরে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় নিহত হন।

এছাড়া পুরিতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের একজনের বাড়িতে গাছ উপড়ে পড়লে নিহত হন। আর অন্যজনের ওপর ঝড়ো বাতাসে বাড়ির অ্যাজবেস্টস পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সাক্ষীগোপাল জেলায় গাছ পড়ে ১৮ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন। অন্য একজন নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।