শাকিব মিয়া, ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা; জেলার ফুলপুর উপজেলার ফতেপুর গ্রামে পৌরসভার ময়লা ফেলার জমি অধিগ্রহণের প্রতিবাদে শনিবার বিকেলে এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন।

জানা যায়, ফুলপুর পৌরসভার ময়লা ফেলার জন্য ফুলপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের সাড়ে ৬ একর জমি অধিগ্রহণ করার জন্য প্রায় এক বছর আগে জেলা প্রশাসক বরাবর প্রস্তাবনা পাঠানো হয়। এ বিষয়ে জমির মালিকগণের মতামত জানতে চেয়ে ময়মনসিংহ জেলা অধিগ্রহণ শাখা থেকে নোটিশ দেন। পরে জমির মালিকগণ গত ৮ জানুয়ারি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানটি কৃষি জমি, গণবসতিপূর্ণ এলাকা ও নিম্নাঞ্চল উল্লেখ করে পরিবেশ রক্ষার্থে অধিগ্রহণে না দেয়ার মতামত দেন। আবারও অধিগ্রহণ তৎপরতার প্রতিবাদে এলাকাবাসি ফতেপুর নামকস্থানে ময়মনসিংহ- হালুয়াঘাট মহাসড়কের দু’পাশে প্রায় ২ ঘন্টা মানববন্ধন করেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসি প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ রাখেন।

এতে নেতৃত্ব দেন হাজী ওসমান গণি, নায়েব আলী, আবুল কাশেম, গিয়াস উদ্দিন, ইদ্রিস আলী, হামিদুর রহমান, ছায়েদুর রহমান, হাফিজ উদ্দিন, আব্দুল আজিজ প্রমুখ।

আমাদের বাণী ডট কম/২৮  জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।