মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চর ধনিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রমীলা ফুটবল দলটি উপজেলায় অপ্রতিরোধ্য। নেই উপযুক্ত খেলার মাঠ। বিদ্যালয়টির চরাঞ্চলে হওয়ায় এখানকার অনেক অভিভাবক ক্রীড়া বিমুখ।আবার অনেকেরই নেই ছেলে মেয়েদের সঠিক পরিচর্যা করার সক্ষমতা।
তবু সব প্রতিকুলতাকে অগ্রাহ্য করে প্রশিক্ষক বাবলুর রহমান সাগরের অক্লান্ত পরিশ্রমে ফুটবলে উপজেলার সেরা দলের মুকুট এখন তাদের দখলে।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে ছয় বারের উপজেলা চ্যাম্পিয়ন ও পাঁচ বার জেলা রানার আপ হওয়ার রেকর্ড আছে দলটির।তাছাড়াও রংপুর বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহন করবার খ্যাতিও রয়েছে তাদের।কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি ও বন্যার কারণে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা। এমতাবস্থায় তাদের মানষিক ভাবে চাঙ্গা করে তুলতে আসন্ন ঈদ উপলক্ষে দলটির প্রতিটি সদস্যের মাঝে উপহার সামগ্রী তুলে দিয়েছেন ঢাকাস্থ উপ’কর কমিশনার, ফুলবাড়ীর কৃতি সন্তান মিজানুর রহমান উল্লাস।
বুধবার (২৯ জুলাই) দুপুর ১২ টায় চর ধনিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রমীলা ফুটবল দলের সদস্যের মাঝে উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত,শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী,প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রবিউল আলম মিঞা, পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা আখন্দ প্রমুখ।
আমাদের বাণী ডট কম/৩০ জুলাই ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।