অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও সুইডেন প্রবাসী নওরীন ইয়াসমীন সন্ধি’র  কাব্যগ্রন্থ ‘প্রেমে পড়ার দিন’ ’। এটি লেখকের ৩য় গ্রন্থ।

শুক্রবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উম্মোচন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রেফেসর ডাঃ মিজানুর রহমান মিজান ও প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের (ফিল্ড অপারেশন অ্যাডমিন) পরিচালক আবুল কাশেম (পলাশ)।

বইটির প্রচ্ছদ করেছেন সাইম রানা ও বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে পার্ল পাবলিকেশন্স এর ২৩ নং বুক স্টলে।

নওরীন ইয়াসমীন সন্ধি স্বপরিবারে সুইডেন প্রবাসী। এর আগেও লেখকের ‘হৃদয়রাজ’ ও অকৈতব্য” নামের দুইটি বই প্রকাশিত হয়েছে।

বইটি প্রসঙ্গে তিনি বলেন, সেই দুই হাজার সাল থেকে সুইডেন থাকি। বাংলার প্রতি টান কখনও কমেনি সেই টান থেকেই লেখালেখি। ভাষার মাসে বই বের হল এর থেকে আনন্দের সংবাদ আর কি হতে পারে। আর আজ মোড়ক উম্মোচন অনুষ্ঠানে যে সব মহীয়সী মানুষদের পেলাম তাতে লেখালেখির প্রতি আরও উৎসাহ পেলাম।

আমাদের বাণী/আ-আ-হ-মৃধা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।