বগুড়ায় কেজিদরে বিক্রি হয়েছে বাংলাদেশি কয়েন। মানুষের কাছে এই পঁচিশ পয়সা, পঞ্চাশ পয়সার কয়েন মূল্যহীন হওয়ায় জেলার গাবতলী উপজেলার খিদ্দিরপাড়া গ্রামের মোমিন নামে এক ভাঙ্গাড়ি জিনিসপত্র সংগ্রহকারী ফেরিওয়ালা এসব কয়েন সংগ্রহ করেন।

কয়েক মাসের পর গতকাল বুধবার বেশি পরিমাণ কয়েন হলে তিনি স্থানীয় আদ্দিরকোলা বাজারে গিয়ে কয়েনগুলি বিক্রি করতে যান। সেখানে আব্দুর রহিম নামের এক বেকারী দোকানদার ২০ টাকা কেজি দরে ১০০ টাকায় ৫ কেজি পঁচিশ, পঞ্চাশ পয়সার কয়েন কিনে নেন।

পরে তরফ মেরু গ্রামের আলমগীর নামে এক লোক ওই কয়েনগুলি ৪০ টাকা কেজি দরে কিনে নেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।