বগুড়া সংবাদদাতা; জেলায় গত  চব্বিশ ঘন্টায় নতুন করে  আরও ১২৮ ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০২ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৬ জন এবং মারা গেছেন ১৪ জন।

রবিবার (১৪ জুন ২০২০) রাতে  জেলা সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম এ তথ্য জানান।

  • ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন আক্রান্তদের মধ্যে বগুড়ার করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজলসহ ১০ জন চিকিৎসক রয়েছেন। এছাড়া তিনজন সাংবাদিক ছাড়াও বেশ কয়েকজন নার্স ও পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন গত চব্বিশ ঘন্টায়। এদের মধ্যে পুরুষ ৭৮ জন, মহিলা ৪০ জন ও শিশু ১০ জন।

রবিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে বগুড়ার ৯৪ জনের নমুনায় করোনার অস্তিত্ত্ব পাওয়া গেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজে ৬৮টি নমুনার মধ্যে ৩৪ জনের ফলাফল পজিটিভ এসেছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭  হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।