বসন্ত কামনা
জাহাঙ্গীর বাবু

 

বসন্তে বছরের প্রয়ান,নতুন শুরু প্রত্যাশায়

প্রকৃতির বিস্ময়, শান্ত, দুর্দান্ত, চমৎকার।

প্রকৃতি নবজাতক যেন,কলরব,কলতান

কুয়াসার চাদর চিড়িয়া স্নিগ্ধ শিশির অম্লান।

 

ফাল্গুন- চৈত্রে রাজার বেশে আসে

নাম তার ঋতু রাজ বসন্ত।

বসন্ত নিয়ে আসে সবুজের

সমারোহ,কৃষ্ণ চুড়ার লালে লাল প্রকৃতি,

ফাগুনের আগুন বসন্তের বাতাসে।

মৌ মৌ ফুলের সুবাস ভাসে চারিপাশে,

কোকিল পাপিয়া গান গায় আপন সুরে

কোকিল ডাকে সব পাখিদের ছাড়িয়ে,

কুহু কুহু কলরবে,হালকা শীতের আমেজে।

শীতল পরশ দখিনা বাতাসে,

মিলনের সুর মানুষ আর প্রকৃতির মনে।

প্রেম ময় বসন্ত বিলাস প্রেমিক খুঁজে

জঞ্জাল ঝেড়ে নতুন ভালোবাসার বীজ বুনে।

প্রিয়তমার আঁচলের সুবাস, উষ্ণতা;

ভালোবাসা মিলেমিশে একাকার,

বসন্ত আগমনে হারিয়ে যাক কষ্ট যতো

জীবনে সবার থাকুক বসন্তের বাহার।

সিঙ্গাপুর প্রবাসী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।