রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বহুল আলোচিত চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহ. মোকবুল হোসেন।

বৃহস্পতিবার রাতে বোর্ডের জনসংযোগ কর্মকর্তা খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী রোববার (৩০ জুন) নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করবেন।

বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদকে প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি আগামী ৩০ জুন অবমুক্ত হবেন বলে জানা গেছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান শিক্ষা ক্যাডার কর্মকর্তা অধ্যাপক ড. মোহ. মোকবুল হোসেন এর আগে রাজশাহী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

নানান কারণে আলোচিত রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রয়েছে। দুর্নীতি দমন কমিশন সেই অভিযোগ তদন্ত করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।