ডেস্ক রিপোর্ট, ঢাকা; উড়োজাহাজে স্প্রে না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে সাড়ে ৪ লাখ রিয়াল জরিমানা করেছে সৌদি আরব। যার পরিমাণ প্রায় এক কোটি এক লাখ টাকা। বিমানের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বলছে, ঘটনাটি ২০১৭ সালের।

সম্প্রতি জরিমানার সিদ্ধান্ত এসেছে। পুরো বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে বিমান অভ্যন্তরীণভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

পরিচালক প্রশাসন জিয়াউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিমানের ব্যবস্থাপক গ্রাউন্ড সার্ভিস (এয়ারপোর্টে সার্ভিসেস) মো. গোলাম সারওয়ারকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিকে ৩০শে জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতেও বলা হয়েছে।

সূত্র; মানবজমিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।