বাংলা মাতৃভূমি
মোছা: ইসমত আরা

বাংলাদেশে জন্ম আমার বাংলা মাতৃভূমি
বাংলা আমার প্রাণের ভাষা, বাংলাকেই চিনি।

বাংলায় গায় ভাটিয়ালী, বাংলা আমার মা
ব্যাথা পাইলে বাংলায় সবাই, দেয় যে সান্ত্বনা।

বাংলা মিশেছে মনের মাঝে, বাংলা আমার প্রাণ
যতদিন বাঁচি করে যাব এই বাংলার গুণগান।

বাংলার মাঠে বাংলার ঘাটে কৃষকের মুখে হাসি,
সুজলা-সুফলা এই বাংলাকে চিরদিন ভালবাসি।

বাংলার মাঝে স্বপ্ন বুনি সার্থকতার স্বাদে,
ফেলে আসা দিনগুলো আজ স্মৃতি হয়ে হাসে।

বাংলা তোমার কাছে আমার আকুল আবেদন
দিনশেষে তুমি ঠাঁই দিও মোরে, এটাই নিবেদন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।