রাজধানীড় বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলার থিয়েটার হলে শনিবার বাংলাদেশ কবি পরিষদ (বাকপ)-এর আয়োজনে আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দঘন পরিবেশে কবি ও সংগঠক মাহাবুবা লাকী’র জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শুদ্ধতার,কবি অসীম সাহা,কাজি রোজী এম পি,সুপ্রিমকোর্টের বিচারপতি মুজিবুর রহমান, বিশিষ্ট ছড়াকার ও কবি আসলাম সানী
বাংলাএকাডেমির উপ-পরিচালক প্রবন্ধকার ড তপন বাগচী,ডাক ও টেলিযোগাযোগ সাবেক সচিব কবি শ্যাম সুন্দর সিকদার,বহুমাত্রিক লেখক মাজহারুল পারভেজ, বিশিষ্ট গিতীকার শাহিদুল্লাহ্ ফরায়েজি

বিশিষ্ট ছড়াকার ও কবি আতিক হেলাল,কবি ও সুফি সাধক ফখরুল আলম আবেদীন,অবসর প্রাপ্ত এ এস পি কবি মকবুল হোসেন,অবসরপ্রাপ্ত এএসপি কবি ফারুক আহম্মেদ,জাতীয় শিশু একাডেমির বিশিষ্ট আবৃত্তিশিল্পী রূপশ্রী,আবৃত্তি শিল্পি ফাতেমা সুমি,আবৃতি শিল্পী ইকতেদার হোসেন,কবি ও সংগঠক লুৎফর রহমান, কবি সুলতানা আদিত্য,কবি তাহমিনা বেগম,কবি শাহানাজ পারভী,কবি তানিয়া আক্তার,

এস এইচ সুজয়, দেলোয়ার হোসেন,গাজি ইকবাল,রাসেকুল ইসলাম,মুস্তারি বেগম আতিকুর রহমান,বাংলাদেশ কবি পরিষিদ(বাকপ)-এর কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির কবি ও সাহিত্যিকগণ,এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকেন দেশবরেণ্য কবি, সাহিত্যিক, লেখক, ছড়াকার, সাংবাদিক, বাকপ ও সাহিত্য শুভাকাঙ্ক্ষী ও সুশীল সমাজের অন্যান্য সম্মানিত সুধীবৃন্দ।

এ উপলক্ষে বাংলাদেশ কবি পরিষদ (বাকপ) প্রতিষ্ঠাতা এম মোস্তাকিম বিল্লাহ্, যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠান সাফল্য মণ্ডিত হয়েছে তাদের প্রতি,সেই সাথে সকল সম্মানিত অতিথিবৃন্দের প্রতি যাদের অংশগ্রহনে অনুপ্রাণিত করেছেন সবাইকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।