বান্দরবা‌ন পার্বত্য জেলা প‌রিষদ ও ইউএন‌ডি‌পির সহায়তায় জেলার ইউ‌নিয়‌ন পর্যা‌য়ে বিভিন্ন শ্রণী-পেশার মানুষের আর্থ সামা‌জিক অবস্থার উন্নয়‌নে বি‌ভিন্ন ফলজ চারা, গরু, পাওয়ার টেইলার, কৃ‌ষি যন্ত্রপা‌তি সহ বাদ্য-যন্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

৬ জুলাই শুক্রবার দুপু‌রে পার্বত্য জেলা প‌রিষদে এসব সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প‌রিষ‌দের চেয়ারম্যার ক্য‌শৈহ্লা মারমার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এম‌পি। বি‌শেষ ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষক মন্ত্রণাল‌য়ের অ‌তি‌রিক্ত স‌চিব সুদত্ত চাকমা, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জেলা প‌রিষ‌দের মূখ্য নির্বাহী কর্মকর্তা এ‌টিএম কাওসার হো‌সাইন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, ক্যসাপ্রু মারমা, সিয়ং ম্রো, ফিলিপ ত্রিপুরা, ফা‌তেমা ফারুল, ইউএন‌ডি‌পির প্র‌জেক্ট ম্যা‌নেজার প্র‌সেঞ্জিত চাকমা।

অনুষ্ঠান শেষে, প্রধান অতিথি পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উ‌শৈ‌সিং এম‌পি, জেলার বি‌ভিন্ন উপ‌জেলার ইউ‌নিয়ন হতে আগত ৩ শত ৪২ জনের মা‌ঝে নানান রকমের সামগ্রী তুলে দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।