বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন দূর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার দুপুর ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান,পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, দূর্গাপূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অমল কান্তি দাশ, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন প্রিন্স, দূর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখর, অর্থ সম্পাদক সুমন দাশসহ প্রমুখ।

উল্লেখ্য বান্দরবান সদরসহ ৭টি উপজেলায় প্রায় ২৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট প্রশাসন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।