রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ (১০ জানুয়ারি ২০২০) শুক্রবার বিকালে অফিসার্স ক্লাবে এই শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ১০জন প্রত্যেককে নগদ ৯ হাজার ৬ শত টাকা, ৩১ জন প্রত্যেককে ৬ হাজার টাকা ও ১ জনকে ১৮ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান এবং ৫টি নৃ-গোষ্ঠী সমিতির ১শো জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৫টি সমিতির মধ্যে ৫ টি হারমনিয়াম বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ ও হারমনিয়াম বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রবিউল হক, উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশাহ্, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, আমার বাড়ী আমার খামার ব্যবস্থাপক বিধান কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।