রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে সরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় ও মৃত্যুদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর আয়োজনে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন অর্থ মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের নির্বাহী পরিচালক ড. শেখ মহঃ রেজাউল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ইভিপি ও ফরিদপুর ডিভিশনের ইনচার্জ মাহবুবুল মাওলা রিপন, জেইভিপি এ্যান্ড ইনচার্জ -ফরিদপুর ডিভিশন (সাবী) মুহাঃ মুনীরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, মৎস্য কর্মকর্র্তা (অঃদাঃ) মোঃ রবিউল হক, আমার বাড়ী আমার খামার কর্মকর্তা বিধান দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসাস আলী, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ বক্তব্যে রাখেন।

মতবিনিময় সভা শেষে বীমা গ্রহীতা মরহুম কামরুজ্জামানের স্ত্রী নমিনি রহিমার হাতে ২ লক্ষ টাকার মৃত্যুদাবীর চেক হস্তান্তর করে। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।