অনিক সিকদার, বালিয়াকান্দি(রাজবাড়ী) সংবাদদাতাঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯০ তম আবির্ভাব দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে লোকনাথ বাবার আবির্ভাব কমিটির আয়োজনে ও বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সার্বিক তত্বাবধায়নে মন্দির প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে পুজা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ২৯০ তম আবির্ভাব দিবস পালন কমিটির সভাপতি বিপ্লব ভৌমিক, সাধারণ সম্পাদক প্রশান্ত কর বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এ বছরেও লোকনাথ বাবার আবির্ভাব দিবস উপলক্ষে পুজা-অর্চনা করছি। তবে এবার করোনা মহামারির জন্য স্বাস্থ্যবিধি মেনে পুজা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাল্যভোগ ও বিকালে রাজভোগের মধ্যে দিয়ে পুজা সম্পন্ন হয়।

পুজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।